সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রান্তিক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন যুবলীগ নেতা। ৩০ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেলাব এলাকার এক কৃষকের জমির ধান কেটে ওই কৃষকের বাড়িতে তুলে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।
এই কর্মকান্ডের নেতৃত্বে ছিলেন উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সিরাজদৌল্লা উজ্জল ভূঁইয়া। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। এমনটাই দাবি করেছেন যুবলীগ নেতা।
এর আগেও গত ২৬ এপ্রিল রবিবার উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো এলাকায় তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ধান কেটে দিয়েছিলেন।
করোনার প্রাদুর্ভাবে মানুষ ঘরে থাকার কারনে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এছাড়াও চলতি মাসের শেষে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সংকটের মুহুর্তে ধান ঘরে তোলা নিয়ে কৃষকের কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। তবে দুর্দিনে ‘বন্ধু’ হয়ে এগিয়ে এসেছেন অনেকেই। ফলে কৃষকের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। কাটচ্ছে শঙ্কার মেঘ।