ফেসবুক কর্ণার:
আমাদের দেশে যেখানে যখন যা চাই, তারই উত্তর আসে নাই। এখন শোনা যায়, হাসপাতালগুলিতে মহামারী মোকাবেলা করার মতো পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডারও নাই। প্রিয় জন্মভূমি, কোনদিক দিয়া তুমি পরিপূর্ণ, পরিতৃপ্ত, দয়া করে আমাকে বলবে তুমি?? তোমার কষ্ট আর কত বছর পরে লাঘব হবে???
তোমার মুখে এক চিলতে সুখের হাসি দেখে কি মরতে পারবো না?? প্রিয় জন্মভূমি, তুমি তো নদী, ¯্রােত, জলরাশি, খনিজ সম্পদ, পাহাড়, অবারিত মাঠ, মাঠে পর্যাপ্ত ফসল, সবকিছু নিঃসংকোচে নিঃস্বার্থভাবে আমাদের দান করিতেছো। শুধু একবার বলে দাও, আমাদের কি ভুলের কারণে তুমি সুখী হতে পারতেছো না।
কোন কুসন্তানের কারণে অভাবই আজ তোমার নিত্য সাথী?? কোন কুসন্তানের কারণে আজ সব জায়গায় তোমাকে আঁচল দিয়ে মুখ ঢাকতে হয়?? তুমি সবার সামনে সেই সন্তানকে ছুড়ে মারো। উম্মোচন করে দাও তার ঘৃণ্য চেহারা। আমার মতো কোটি সন্তান আছে তোমার পাশে। যারা তোমাকে ‘নাই’ শব্দ ভুলিয়ে দিবে।
লেখক: অ্যাডভোকেট আহসান হাবিব ভূঁইয়া গোলাপ
কার্যকরী পরিষদের সাবেক সদস্য,
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি