সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার করোনায় আক্রান্ত ইমান আলী সুস্থ হয়ে উঠেছেন। ৬ মে বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে কৃষ্ণচুড়া ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
তিনি জানান, পর পর দু’বার ইমান আলীর করোনা পরীক্ষা করা হয়। দুটি পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। ফলে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তার মধ্যে করোনা নেই।
জানাগেছে, এর আগে একই ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামে মাদ্রাসা ছাত্র আবু বকর সিদ্দিক সোনারগাঁয়ের প্রথম করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। এ নিয়ে সোনারগাঁয়ে দুজন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।