তৈমূর আলমের নির্দেশে আড়াইহাজারে কৃষকের জমির ধান কেটে দিলেন অনু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্দেশে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনুর নেতৃত্বে এক কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে দিয়েছে নেতাকর্মীরা।

৯ মে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সেলিম ভূঁইয়া নামে কৃষকের জমির পাকা ধান কেটে মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ নিয়ে তার ধান কর্মসূচির সপ্তমদিন অতিবাহিত হলো।

আনোয়ার হোসেন অনু বলেন, করোনাভাইরাসের আতংকের কারণে পাকা ধান কাটার শ্রমিক পাচ্ছেনা। পাশপাশি কৃষকের অর্থ সংকটও রয়েছে। সময় মতো ধান ঘরে তুলতে না পারলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। চাষির ঘরে খাবার সংকট দেখা দিবে। তাই নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই স্লোগান নিয়ে আমি এই কর্মসূচি পালন করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্দেশে গত সাতদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় কৃষকের ধান কেটে দেওয়া হচ্ছে।

শনিবার সেলিম ভূঁইয়া নামে এক বরগা চাষির ৩ বিঘা জমির ধান কেটে তা মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।