আড়াইহাজারে ২ হাজার পরিবারে খাদ্য সামগ্রী দিলেন সাবেক এমপি আঙ্গুর

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ হাজার গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর।

৯ মে শনিবার উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া এলাকায় তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। আড়াইহাজারের প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে গরীব দুস্থ অসহায় দিনমজুর খেটে খাওয়া পরিবারের মাঝে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর তার ব্যক্তিগত তহবিল থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ২ হাজার প্যাকেট ২ হাজার পরিবারের মাঝে বিতরণ করেন।

মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে প্রায় দুই মাস যাবত সরকারি ও বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ। এতে সকল শ্রেণি পেশার ব্যক্তিদের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। ফলে চরম বিপাকে পড়েছে গরীব দুস্থ অসহায় দিনমজুুর খেটে খাওয়া পরিবারগুলো। এসব পরিবারগুলোর মাঝে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিলেন তিনি।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে এ বিষয়ে সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমি আমার সাধ্য অনুযায়ী গরীব দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের সামর্থ্যবান মানুষদের বলব, অনুগ্রহ করে আপনারাও এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। ক্ষুধার জ্বালায় অনেক মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশ দিয়েছেন সরকারের দিকে তাকিয়ে না থেকে দেশের মানুষের পাশে দাঁড়াতে। আমরা তার নির্দেশে এই ত্রাণ বিতরণের কাজ হাতে নিয়েছি।

তিনি আরোও বলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আল-আমিনের প্রতি। যিনি এই বিশ্বজগতের প্রতিপালক। যিনি আমাদের জীবন ও মৃত্যুর একমাত্র নির্ধারক। যিনি আমাদের রিজিকদাতা। গোটা বিশ্বজগতে যার একচ্ছত্র নিয়ন্ত্রণ। যিনি সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী। তিনি পারেন একমাত্র আমাদের এ গোটা পৃথিবী জুড়ে এখন সর্বত্র যে বিষয়টি নিয়ে আলোচনা, উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজমান করোনা ভাইরাস তা থেকে মুক্তি দিতে। তবে আমাদের সবার এখন উচিত বাসায় থাকা, অতি প্রয়োজন ছাড়া কারো বাহিরে না যাওয়া। প্রত্যেকের উচিত বিশ্বস্বাস্থ্য বিধি মেনে চলা। বারবার সাবান দিয়ে হাত দোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা।

এই কর্মসূচিতে অংশ নেন আড়াইহাজার বিএনপির নেতা আজিজুর রহমান, থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা, থানা পরিবহন শ্রমিক দলের সাবেক সভাপতি সিরাজ, যুবদল নেতা আল-আমিন, যুবদলের নেতা সাইফুল ইসলাম, যুবদলের নেতা মাসুদ বাবু, হাইজাদী ইউনিয়ন বিএনপির নেতা জুয়েল, থানা বিএনপির নেতা শাহাবদ্দিন ও আউয়াল প্রমূখ।