সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, চীনে যখন করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পরেছে তখনই পৃথিবীর অনেক দেশ প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছিল। সে সময় যেসব দেশ পূর্ব প্রস্তুতি নিয়েছিল তাদের আক্রান্তের পরিমান খুবই কম। কিন্তু আমাদের দেশের সরকার তখন ব্যস্ত ছিল তাদের বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়নের কাজে। তাছাড়া সরকারের স্বাস্থ্য ব্যবস্থা এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেছেন, বর্তমানে লক ডাউন চলায় অনেক লোক কর্মহীন হয়ে পরেছে। তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। সকল সামর্থবান মানুষের উচিত এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। সরকারের দিকে তাকিয়ে না থেকে যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
করোনা পরিস্থিতিতে গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করছেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
১৫ মে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে তিনি এর আগে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পরা করোনা ভাইরাসের বিরুদ্ধে এ লড়াইয়ে জিততে হলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। নিজে সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যকেও নিরাপদে রাখতে হবে। আমরা সবাই বেশী বেশী করে আল্লাহকে ডাকবো, যথা সম্ভব ঘরে বসে ইবাদত বন্দেগী করবো। নিশ্চয়ই আল্লাহর রহমতে আমরা এই গজব থেকে মুক্তি পাবো।
নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, বিপদের দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকতেহবে। সকলে মিলেমিশে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের লক্ষ্যে এগিয়ে চলতে হবে।
এখানে উল্লেখ্যযে, এর আগে গত ৮ মে শুক্রবার মহানগরীর ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া ভূঁইয়াপাড়া এলাকায় প্রথম দফায় মহানগর যুবদল নেতা হৃদয় ভূঁইয়া ও মহানগর ছাত্রদলের নেতা ইব্রাহীম বাবুর তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন সাখাওয়াত হোসেন খান।
শুক্রবার নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ডলি আক্তারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক ও পরিবহন শ্রমিকদল নেতা মানিক মিয়া প্রমূখ।