সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের জাতির শ্রেষ্ঠ সন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল।
১৭মে রবিবার সকালে বারদী এলাকায় সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, তেল, বুট, খেজুর, মুড়ি, মশলা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।
এ সময়ে মাহবুবুর রহমান বাবুল বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে এই করোন থেকে নিজেকে, পরিবার, সমাজ ও দেশকে বাঁচাতে হলে সচেতনা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই ঘরে থাকুক, নিরাপদে থাকুন। সামাজিক দূরত্ব বজায় চলুন।
তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনারা আমার এই ক্ষুদ্র উপহার সাদরে গ্রহণ করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে চলেছে। প্রতি বছরের মতো এবারও বারদী ইউনিয়নের মানুষের পাশে এসে দাড়িয়েছি। করোনা প্রাদুর্ভাবের শুরুতে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের হতদরিদ্র বারদী ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং মধ্যবিত্ত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিনেও রাতের আঁধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ মানবতার সেবায় ভূঁইয়া ফাউন্ডেশন আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। চলমান এ পরিস্থিতিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই।
সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সময়ে উপস্থিত ছিলে- মুক্তিযোদ্ধাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল আউয়াল, আবদুল মালেক ভূঁইয়া, আবদুল হাই, মতিউর রহমান, জহিরুল ইসলাম, বিশ্বনাথ শীল, আবদুল হামিদ, ওসমান, মালেক ভূঁইয়া সহ যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ।