সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে যখন করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ঠিক তখনই ছয়জন এগিয়ে এসেছিলেন মানবতার সেবায়। ঝুঁকি নিয়ে ঘরে ঘরে গিয়ে আক্রান্ত কিংবা উপসর্গে অসুস্থ হওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পৌঁছে দিয়েছেন ঢাকার আইইডিসিআর কিংবা রূপগঞ্জের পিসিআর ল্যাবে।
এভাবে গত দুই মাসে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ৪ হাজার ৩০৭ জনের নমুনা সংগ্রহ করেন তারা। সেই ছয় করোনাযোদ্ধা হলেন- জনি বণিক, ফারুক আহমেদ লিটন, মাসুদ আলম, নাহিদ হাসান, বিমান চন্দ্র দাস ও মিষ্টি ধর। তারা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনেশিয়ান।
২১ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান তাদের নগদ এক লাখ ৫০ হাজার টাকা পুরস্কৃত করেছেন। এই টাকা তাদের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল। করোনাযোদ্ধা জনি বণিক বলেন, এই পুরস্কার পেয়ে আমরা আরও উৎসাহিত হয়েছি।
শামীম ওসমান বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে সৌভাগ্যবান মনে করছি। মূলত সৃষ্টিকর্তাকে খুশি করতেই আমার এই কর্মকান্ড।
সূত্র: দৈনিক সমকাল