সারাদেশে বিদ্যুৎ বিল মওকুফ, বাড়িভাড়ায় ভর্তূকি দেয়া হোক: তৈমূর আলম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহামারি করোনা পরিস্থিতিতে বিদ্যুৎ বিল মওকুফ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট এপিলেট ডিভিশনের আইনজীবী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

সান নারায়ণগঞ্জকে তিনি বলেন, বিদ্যুৎ অফিসের খামখেয়ালিপনা ও আনুমানিকভাবে ভুতুড়ে বিল তৈরি করা হচ্ছে। মিটার রিডার বাড়ি বাড়ি না গিয়েই ইচ্ছে মতো রিডিং বসানোর কারণেই এমন হচ্ছে। এতে করে গ্রাহকদের গুণতে হচ্ছে অতিরিক্ত বিল।

তিনি বলেন, তাই আমি মনে করি বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও পানির বিল সারাদেশে মওকুফ করা হোক। কারন করোনা পরিস্থিতিতে মানুষের আয়ের পথ নেই। গত দুই মাস যাবত কঠিন পরিস্থিতি গেছে মানুষের। সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হয়তো অপেক্ষা করছে।

তৈমূর আলম খন্দকার সারাদেশে বাড়িভাড়ার বিষয়ে বলেন, সরকার বাড়িভাড়ায় ভর্তূকি দিক। যাতে করে যারা সমস্যায় রয়েছেন তাদের কিছুটা হলেও দূর্ভোগ লাঘব হবে।