সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ডা: এ এফহক অটিজম স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারকে খাদ্য সহায়তা দিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা জাফর শুক্লা সরকার।
২২মে শুক্রবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমানের নিজস্ব অর্থায়নে লকডাউনে আটকে থাকা অসহায় গরীব প্রতিবন্ধী শিশুদের ২০ পরিবারকে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা জাফর শুক্লা সরকার।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ওবায়দুল হক আরিফ।
করোনা পরিস্থিতিতে সমাজের এ রকম অবেহেলিত অসহায় প্রতিবন্ধি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ সহ প্রতিবন্ধী পরিবার সেলিম ওসমান, তার সহধর্মিনী নাসরিন ওসমান ও ইউএনও ওয়াহিদা জাফর শুক্লা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়- আমাদের সমাজে অনেক অবেহেলিত অসহায় প্রতিবন্ধি শিশু আছে। তাদের মধ্যে কেউ দৃষ্টি প্রতিবন্ধি, কেউ মানসিক প্রতিবন্ধি, কেউ শারিরিক প্রতিবন্ধি। বন্দরের এমন অনেক প্রতিবন্ধি শিশুদের জন্য গড়ে উঠেছে স্বনামধন্য শিক্ষালয় ‘অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমি’।
লকডাউনে আটকে থেকে অনেক মানবেতর জীবন যাপন করছিলো ওরা। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী হাতে পেয়ে প্রতিবন্ধী শিশুরা এখন বেজায় খুশি।