সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেফটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনের মধ্যে মুনছর আলী নামে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ২জন।
২৭ মে বৃধবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আড়াইহাজারের পৌরসভার শিবপুর গ্রামের জয়নব আলীর ছেলে।
এর আগে গত ২৪মে সকাল ১১টায় উপজেলার আড়াইহাজার বাজারের শাহজালাল মার্কেটের নিচতলায় হরমুজ মিয়ার চায়ের দোকানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৪জন অগ্নিদগ্ধ হয়।
পরে তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ মে সোমবার চায়ের দোকানদার হরমুজ মিয়াও মারা যান। বৃহস্পতিবার সকালে মুনছর আলীর জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।