সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আর্থিক প্রণোদনা ও ক্ষুদ্র ঋণের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ মাইক, লাইট, ডেকোরেটর মালিক ও শ্রমিক সংগঠন মানববন্ধন করেছে। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন এ সংগঠনটি।
৮ জুন সোমবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বাংলাদেশ মাইক, লাইট ও ডেকোরেটর মালিক ও শ্রমিক সংগঠন সোনারগাঁও শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রওশন আলী, সোহরাব হোসেন, রিপন মিয়া, আলমগীর বাদশা, রাজিব মিয়া, রুবেল, রবিন ও আব্দুল মোতালেব মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন দেওয়ার পর পূণরায় তুলে নেওয়া হয়েছে। কিন্তু মাইক, লাইট, ডেকোরেটর ব্যবসায়ের সাথে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। ব্যবসায়ীরা বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছে। লকডাউন তুলে নেওয়ার পর এনজিও কর্মীরা ঋণ পরিশোধের জন্য চাপ প্রয়োগ করছে।
বক্তারা আরও বলেন, লকডাউন তুলে নিলেও এ ব্যবসা বন্ধ রয়েছে। ফলে মালিক কর্মচারীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই সরকারের কাছে দাবী আর্থিক প্রণোদনা দিয়ে দুই শতাধিক অসহায় পরিবারকে সহায়তা হাত বাড়িয়ে দিন।