র‌্যাব-১১ এর অভিযানে ৯টি বিদেশী অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর অভিযানে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় অভিযান চালিয়ে ৯টি বিদেশী ধারালো অস্ত্র উদ্ধার করেছে। একই সঙ্গে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারও করা হয়। ৯ জুন মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর অধিনায়ক লেঃকর্ণেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ৯ জুন মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন করমুল্যা বাজারের মেসার্স মোহাম্মদ ট্রেডার্স নামক দোকানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ভয়ভীতি সৃষ্টিকারী ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে মোঃ হাম্মাদুর রহমান ওরফে হাম্মাদ ও মোঃ রাশেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দখল হতে ৯টি বিদেশী ধারালো কুড়াল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামি মোঃ হাম্মাদুর রহমান ওরফে হাম্মাদের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানাধীন শৈল্যাডলি এলাকায় এবং মোঃ রাশেদের বাড়ি একই থানাধীন পশ্চিম এওজবালিয়া এলাকায়। তারা দীর্ঘদিন ধরে সুধারাম থানাধীন বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছে। তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুদ্ধ জনগণ কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেতো না। তারা প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল।

এ সকল সন্ত্রাসী কর্মকন্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ এর একটি বিশেষ দল তাদের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে ৯ জুন ৯টি বিদেশী ধারালো অস্ত্র সহ হাতেনাতে উপরোক্ত ২জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।