বিভিন্ন অভিযোগে বন্দর ইউপি চেয়ারম্যান এহসানকে নোটিশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মোহাম্মদ ইউসুফ। এর আগে ৩৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়। পরে হাইকোর্ট থেকে রিট করে বরখাস্তের বিরুদ্ধে স্থগিতাদেশ পান এহসান চেয়ারম্যান।

এদিকে গত ১ জুন পাঠানো লিখিত নোটিশে সাবেক সচিব ইউসুফ বলেন, ‘বন্দর উপজেলার নবীগঞ্জ কুশিয়ারা এলাকায় এহসানউদ্দিন তার চিস্তিায় মঞ্জিল সহ একাধিক বাণিজ্যিক ভবনে কেএমসি গ্যাস লিঃ ও কেএমসি পোল্ট্রি ফিড এবং নেইম প্লেট বিহীন ‘কাটিং ডিস্ক বা গ্রিল্ডিং হুইল’ নির্মাণকারী কারখানা ও মালগুদাম রয়েছে।

এছাড়া চাষাঢ়া ১৪৫ বিবি রোডের জাকির সুপার মার্কেটের ৪থ তলায় ভাড়া নিয়ে আপনি ‘সিলভার ক্রিসেন্ট হসপিটাল’ গড়ে তুলেছেন। এমতাবস্থায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ এর ধারা ৪ মোতাবেক আপনার প্রতিষ্ঠান সমূহের ফায়ার লাইসেন্স না থাকার দায়ে এবং উক্ত আইনের ধারা ৭ মোতাবেক অগ্নি প্রতিরোধ ও নির্বাপন অধিদপ্তরের মহাপরিচালকের প্রদত্ত ছাড়পত্র না থাকার দায়ে এবং উক্ত আইনের ধারা ৮ মোতাবেক আপনার কর্তৃক অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপণ ও জননিরাপত্তা ব্যবস্থা বিষয়ে ৬ মাসের মধ্যে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন ও জননিরাপত্তা ব্যবস্থা বিষয়ে ৬ মাসের মধ্যে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে রিপোর্ট প্রদান না করার দায়ে এবং আইনের ধারা ২১ মোতাবেক উক্ত আইন বা নির্ধারিত বিধান লঙ্ঘন করিয়া উপরোক্ত ভবনে বা স্থানে দাহ্যবস্তু সংরক্ষণ প্রক্রিয়াকরণ, সংকোচন বা বাছাই করার দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনের ধারা ১৭, ২০ ও ২১ এর বিধান মতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে লিখিত জবাব দিবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে যে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।’