নারায়ণগঞ্জে ৮’শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণে সেনাবাহিনী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৮’শ গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১০ জুন বুধবার দুপুরে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয়ে শুরুতে ১’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে আদমজীতে আরো প্রায় ৭’শ পরিবারকে ত্রাণসামগ্রী দেয়া হবে।

সেনাবাহিনীর লেঃ কর্ণেল আব্দুল্লাহ মোত্তাকিম বলেন, গত ২৪ মার্চ থেকে সিভিল প্রশাসনকে সহযোগিতায় আমরা নারায়ণগঞ্জের মাঠে রয়েছি। পাশাপাশি জনগণের পাশে থেকে আমরা তাদের সাহস দেয়ার চেষ্টা করছি যেনো তারাও সচেতন হয় এবং এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এরই সাথে আমরা নিরীহ দিনমজুর ও যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তাদেরকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, এখনো মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তাই শুরু থেকে যেমন আমরা সচেতনতা বৃদ্ধিতে নানা কাজ করেছি এখনো তা করে যাচ্ছি। তবে আশার কথাও রয়েছে যেমন আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীরটেক ইউনিয়নে এখনো কোন পজিটিভ কেস নেই।

তিনি জানান, সদর উপজেলায় ৯৬ হাজার ৭০৮টি পরিবারে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দিতে পেরেছি। এছাড়া ১১’শ পরিবারে যেখানে শিশু রয়েছে সেখানে শিশু খাদ্য আমরা পৌছে দিতে পেরেছি। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ দেয়া হচ্ছে এজন্য আমি ধন্যবাদ জানাই তাদের।

ইসদার রাবেয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এই ত্রাণ কার্যক্রমে এখানকার দরিদ্র মানুষরা উপকৃত হবে। মানুষের পাশে ত্রাণ সামগ্রী দিয়ে সবসময় পাশে থাকার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।