সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মরণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় নারায়ণগঞ্জের ভাসমান যৌনকর্মীদের মাঝে পেপসিকো সহায়তায় ব্র্যাকের সার্বিক তত্ত্বাবধানে অতিদরিদ্র ও কর্মহীনদের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১০ জুন বুধবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার নতুন কোর্ট সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জের অক্ষয় নারী সংঘের ভাসমান ৯০জন যৌনকর্মীদের মাঝে দ্বিতীয় পর্যায়ের মত মানবিক সহায়তা হিসেবে দুই সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন কবির, বিশিষ্ট সমাজসেবক নাজির মাহমুদ বাবুল, নারায়ণগঞ্জ অক্ষয় নারী সংঘের সভাপতি কাজল বেগম সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, পেপসিকো সহায়তায় ও ব্র্যাকের সার্বিক তত্ত্বাবধানে গত ১৯ মে প্রথম পর্যায়ে ৯০জন নারায়ণগঞ্জের ভাসমান যৌনকর্মীদের মাঝে খাদ্য সহায়তা করা হয়। আজকে দ্বিতীয় পর্যায়ের মতো আরও ৯০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।