সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কথায় আছে কারো সর্বনাশ কারো পৌষ মাস। তেমনটাই দেখা গেল এবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের মাঝে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রূপগঞ্জের স্বেচ্ছাসেবক দলের বেশকজন নেতাকর্মীরাও। কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া ও জেলা যুবদলের সেক্রেটারি গোলাম ফারুক খোকনের জন্মদিন পালনের মহাৎসব চলছে নারায়ণগঞ্জে। যা নিয়ে তুমুল সমালোচনাও করছেন অনেকে। করোনা মহামারিতে যখন বিপদগ্রস্থ সকল শ্রেণির মানুষ তখন প্রায় সপ্তাহব্যাপী যুবদলের নেতাকর্মীদের মাঝে এমন উৎসব বিবেকহীনদের কাজ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
এখানে উল্লেখ্যযে, আড়াই বছরের বেশি সময় ধরে কারাগারে ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচিতেও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শহরের কর্মসূচিতে ছিলেন না দিপু ভূঁইয়া। রূপগঞ্জেও দুএকবার দেখা যায়। অথচ তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য রয়েছেন ও জেলা বিএনপির সদস্য পদেও ছিলেন।
অথচ গত ৩০ মে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনেও তাদের এতটা কর্মকান্ড চোখে পড়েনি। বনে জঙ্গলে যে যেখানে পাড়ছেন জন্¥দিনের কেক কেটে তা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। একই সঙ্গে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টীকার বানিয়ে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছার ঝড় তুফান। দলের প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকীর চেয়েও যুবদলের নেতাকর্মীদের কাছে এখন স্থানীয় নেতাই হয়ে ওঠেছেন সর্বেসেরা।
বিএনপিরই বিভিন্ন স্তরের নেতাকর্মীরাই বলছেন- করোনা মহামারিতে বিপর্যস্ত জনজীবন। এ অবস্থায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই বিএনপি নেতা জন্মদিন পালনের উল্লাসে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সচেতন মহলে। প্রতি বছরের মত এবার এই দূর্যোগের মুহুর্তে জন্মদিনের উৎসব পালন করা কতটা যুক্তিযুক্ত হয়েছে সে প্রশ্ন খোদ বিএনপি নেতাকর্মীদের কন্ঠে।
জানা যায়, গত ৬ জুন ছিল রূপগঞ্জ বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর জন্মদিন আর গত ৯ জুন ছিল দিপুরই শিষ্য জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের জন্মদিন। দেশের এই চরম ক্রান্তিকালে এ দুই বিএনপি নেতার জন্মদিনকে কেন্দ্র করে উল্লাসে মেতে উঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে কেক কেটে আনন্দ উৎসব করে তারা পালন করে এ দুই নেতার জন্মদিন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও জন্মদিনের শুভেচ্ছা ও পালনের ছবি আপলোডের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যুবদলের নেতাকর্মীদের সঙ্গে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগেও এমন উৎসব পালন করা হচ্ছে।
এদিকে ১০ জুন বুধবার থেকে নতুন করে সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন চৌধুরী সালামতের জন্মদিন পালন আপাতত ফেসবুকে শুরু হয়েছে।
অনেকের দাবি- গোটা মানবজাতির জন্যে মহামারি আকারে দেখা দেওয়া করোনা ভাইরাসের প্রকোপ বাংলাদেশে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। দেশের আপামার জনসাধারণের পাশাপাশি অনেক বিএনপি নেতাকর্মীও আক্রান্ত হচ্ছে এই করোনা ভাইরাসে, মারাও যাচ্ছেন অনেকে। এই যেমন কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান। বিএনপির এই নেতার মৃত্যুতে কারো শোক পালনও দেখা যায়নি। এমন দু:সময়ে সকল প্রকার আনন্দ উল্লাস বাদ দিয়ে সবাই যেখানে সৃষ্টিকর্তার রহমত কামনা করছে সেখানে রূপগঞ্জের দুই নেতার জন্মদিন উদযাপনের দৃশ্য পরিস্থিতির সাথে অনেকটাই বেমানান লেগেছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্দ প্রতিক্রিয়াও জানিয়েছেন বেশকজন বিএনপির নেতাকর্মী।