আড়াইহাজারে রাজনৈতিক প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়লো কাউন্সিলরের সূতার মিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মালিকাধীন ‘ভাই ভাই’ নামক টেক্সটাইল মিলে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। তবে এই অগ্নিসংযোগের ঘটনায় মিলের মালিক দাবি করেছেন রাজনৈতিক প্রতিপক্ষরাই তার মিলে আগুন দিয়ে এমন ক্ষতি সাধন করেছেন।

তিনি এও দাবি করেন- পেট্রোল ঢেলে মিলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এতে তার মিলের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। ১০ জুন বুধবার দিবাগত গভীর রাতে আড়াইহাজার উপজেলার নাগেরচর গ্রামের ওই মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মিল মালিক আড়াইহাজার পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন দাবি করেন- বুধবার রাতের আঁধারে দূর্বৃত্তরা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জানালা দিয়ে পেট্রোল ঢেলে তার মিলে অগ্নিসংযোগ করেছে। এতে তার মিলের ৫ গাইড সূতা, ৮’শ গজ কাপড় সহ মিলের অন্যান্য সরঞ্জাম পুড়ে যায়। এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরাই তার এমন ক্ষতি সাধন করেছে বলেও তিনি ধারণা করেন।

স্থানীয়দের মাধ্যমে কারন হিসেবে জানাগেছে, স্থানীয় ক্ষমতাসীন প্রভাবশালী একটি মহলের সঙ্গে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের সম্পর্কের দূরত্ব রয়েছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহজাহান দাবি করেন, তড়িৎ গতিতে ঘটনাস্থলে পৌঁছাতে পাড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।