নিজে সুরক্ষিত মানে নিজের পরিবার ঝুকিঁমুক্ত : কাউন্সিলর শওকত হাসেম শকু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৬জুন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতাল (করোনা হাসপাতাল) আগত করোনা স্যাম্পল দেয়া রোগীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, করোনা ভাইরাসে থেকে নিজেকে সুরক্ষিত রাখুন, তাহলে আপনার পরিবারের সদস্যরা করোনা থেকে ঝুকিঁমুক্ত থাকবে। অহেতুক বাহিরে ঘুরাফেরা না করে নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে অবস্থান করুণ। করোনামুক্ত করতে সরকারের বিভিন্ন নিদের্শনা মেনে চলুন।

এ সময় করোনা ল্যাবের প্যাথলজিষ্টক, কর্তব্যরত নার্স ও সকল সেম্পল দিতে আসা রোগীদের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন।

কাউন্সিলর শওকত হাসেম শকু আরও বলেছেন, যারা করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন আছেন, তাদের প্রতিদিনের তালিকায় আপডেট করা হচ্ছে। তাদের পরিবারের সদস্যদের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল ও প্রোটিন সমৃদ্ধ খাবার তালিকা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। কারণ, তাদের পরিবারের কোন সদস্য যেন বাহিরে বের না হয়।

বিতরণে উপস্থিত ছিলেন- ওয়ার্ড সচিব কাজী সিয়াম, নবী হোসেন, আক্তার, দোলন, তান্না, রুবেল, জুলহাস, ফারুক আহমেদ রিপন, জামাল সহ স্বেচ্ছাসেবী সদস্যগণ।