সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
গত ২৬ মার্চ থেকে সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে সকল শ্রেণি পেশার মানুষের আয়ের পথও বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো। এসব মানুষের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণও করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কেউ কেউ বিতরণকালে দাবি করেছেন মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহম্মেদের নির্দেশনায় বিতরণ করেছেন আবার কেউ কেউ দাবি করেছেন সেক্রেটারি মমিনুর রহমান বাবুর নির্দেশনায় বিতরণ করা হয়েছে। এমন বিষয় থেকেই সভাপতি ও সেক্রেটারির বিরোধ স্পষ্ট হয়ে ওঠে।
একই সঙ্গে করোনা পরিস্থিতির কয়েকদিন পূর্বেই কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সামনে সভাপতি সাহেদ ও সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দীন রিয়াদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছিল বলে মিডিয়াতে চাওর হয়। যদিও বিষয়টি অস্বীকার করেছিলেন তারা। তবে তার আগেই রাফিউদ্দীন রিয়াদ সহ তার অনুগত বেশকজন ছাত্রদলের শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে কেউ কেউ ইঙ্গিত করে ফেসবুকে সরাসরি সাহেদের পক্ষ নিয়ে তাদের বিষোদগার শুরু করেন। এক পর্যায়ে ওইসব পাঁচ ক্লাস ছাত্র নেতাদের অন্তত এসএসসি পাশের সার্টিফিকেট দেখতেও চান। বেশ তোলপাড় শুরু হয় ফেসবুকে। ওই সময় সভাপতি ও সেক্রেটারির মাঝে ঐক্য দেখা যায়। এর অবসান হলে আসে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে এসে সভাপতি ও সেক্রেটারির দূরত্ব প্রকাশ পাওয়ায় তাদের অনুসারী নেতাকর্মীদের মাঝেও বিভক্তি শুরু হয়।
সভাপতি ও সেক্রেটারির পক্ষে বিপক্ষে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। সর্বশেষ আরো স্পষ্ট হয়ে ওঠে সিদ্ধিরগঞ্জে একই দিন একই ওয়ার্ডে সভাপতি ও সেক্রেটারির অনুগামী নেতাকর্মীরা যখন পৃথকভাবে কর্মসূচি পালন করেন। তবে যেসব নেতারা সাহেদের সঙ্গে দূরত্ব ছিল তারা অবস্থান নিয়েছেন মমিনুর রহমান বাবুর সঙ্গে। আবার সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের ব্যানারে কর্মসূচি পালন করা হয় যেখানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার আশা। আশার সঙ্গে মনস্তাত্তিক দূরত্ব রয়েছে সাহেদের। ফলে দীর্ঘদিন ঐক্যবদ্ধ সংগঠন মহানগর ছাত্রদলে চরম বিভক্তি শুরু হয়েছে। তবে সভাপতি ও সেক্রেটারি মাঝে চরম বিভক্তি সৃষ্টি হয়েছে বলেও নাম প্রকাশ না করার শর্তে মহানগর ছাত্রদলের শীর্ষ বেশকজন নেতা জানিয়েছেন। যদিও কোন রকম বিরোধ সৃষ্টি হয়নি বলে বরাবরের মতই দাবি করেছেন মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহম্মেদ। কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে যার যার সুবিধামত মানুষের পাশে দাড়াচ্ছে এর বেশি কিছু নয়।
জানাগেছে, গত ২১ মে বৃহস্পতিবার বিকেলে মহানগরীর সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড এলাকায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহম্মেদের সার্বিক দিকনির্দেশনা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় ছাত্রদলের রাজপথের ত্যাগী নেতাকর্মীদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্তু, আশিকুর রহমান অনি, মোঃ আহসান খলিল শ্যামল, মাকসুদুর রহমান শাকিল, মোঃ আরিফ হোসেন, মোহাম্মদ মোস্তফা ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আকবর, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসিব, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, মোহাম্মদ আজিজুর রহমান রাব্বি, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক একে হীরা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইব্র্রাহীম, মহানগর ছাত্রদলের অন্যতম সদস্য. এসএইচ মুন্না, মোঃ ফয়সাল, মোঃ সিফাতুর রহমান রাজু, মহানগর ছাত্রদলের সদস্য রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান সরকার, মোঃ রানা, মোঃ হৃদয়, মোঃ কামাল, মোঃ মুন্না, মেহেদী হাসান, সালাউদ্দিন, মোঃ আরিফ, হাসিবুল হাসান আকাশ, মোঃ রুমেল, মাহবুব, মাসুম, তন্ময়, আবির, জনি, রুহুল আমিন সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা যারা বাবুর অনুগামী। ২১ মে বৃহস্পতিবার বিকেল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের তত্ত্বাবধানে ৮নং ওয়ার্ডের তাতখানা এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয় বলে দাবি করা হয়।
এবার খাদ্য সামগ্রীর তালিকায় ছিল- পুলার চাউল, সেমাই, লাচ্ছি সেমাই, তৈল, চিনি, আলু, নুডুস, দুধ, সাবান, কাচামরিচ, তেছপাতা, জিরা। আর এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খান তুষার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা রিয়াজুল আলম ইমন, ইমরান আহম্মেদ তুষার ও হাসানুজ্জামান লিমন।
খাদ্য সামগ্রী বিতরণকালে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ ছাড়াও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সহ-সভাপতি সিরাজউদ্দীন দর্পন প্রধান, আলতাব হোসেন ইব্রাহীম, হামিদুর রহমান সুমন, জুয়েল রানা, কাউছার আহম্মেদ, রোমান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বী, শরীফুল ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাস পাপন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ মুহাম্মদ অপু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন আনোয়ার, শাহাদাত হোসেন মিরাজ, শরীফ, শাহাদাত হোসেন রনি প্রমূখ। এ ছাড়াও আরও বেশকটি কর্মসূচি এভাবে পালন করা হয়। এসব কর্মসূচিতে সভাপতি ও সেক্রেটারির বিরোধের কারনে নেতাকর্মীরাও বিভক্তি হয়ে পড়েছেন।