করোনা মহামারিতে ভুমিকা রাখছেন আড়াইহাজারের দুই ছাত্রদল নেতা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন এলাকার ছাত্রদল নেতা মোহাম্মদ ফারুক ও মেহেদী হাসান করোনা মহামারিতে জনগণের মাঝে ভুমিকা রেখেছেন। মানবতা দেখিয়েছেন তারা।

করোনা মহামারীতে ঘর বন্ধি অসহায় মানুষের মাঝে নিজের পরিবারের ঈদের কেনাকাটার জন্য জমা করা টাকা দিয়ে ঈদুল ফিতরের আগে ত্রাণ বিতরণ করেছেন। শুধু তাই নয় করোনা দূর্যোগ শুরুর প্রথম দিকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণের মাধ্যমে অসহায়ের পাশে দাঁড়িয়েছেন তারা। তারা ছাত্রনেতা হিসেবে বরাবরেই নজরে ছিলেন আড়াইহাজার উপজেলার ছাত্র রাজনীতিতে।

স্থানীয়দের সূত্রে, এর আগে আড়াইহাজার উপজেলার বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। মানুষ মানুষের জন্য এ কথাটি সম্পদশালী অনেকের কাছে অগ্রহণযোগ্য। যার কারণে আড়াইহাজারে অনেক সম্পদশালী ছাত্রনেতা থাকলেও এমন দূর্যোগে এখনো মানুষের নিরব কান্নার সুর তাদের কানে পৌঁছায় না। কিন্তু এর ব্যতিক্রম ছাত্র নেতা ফারুক ও মেহেদী। তাদের মানবতার দৃষ্টান্ত বর্তমান সময়ে অসহায়ের মাঝে অনেকটা স্বস্তি এনে দেয়। রাজনীতির ও করোনার মাঠে সমানতালে সরব থাকা নিজস্ব অর্থায়নে আড়াইহাজারের নিম্নবিত্ত, অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে রীতিমত আমজনতার মধ্যমণি হয়ে ওঠেন তারা।