সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ‘সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন’ এর ‘যতো মধুর স্মৃতি’ অনলাইন গ্রুপের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ ও মানুষকে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। ২০ জুন শুক্রবার বিকেলে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন থেকে শুরু করে পৌরসভার মোড় এবং ঐতিহাসিক পানাম নগর আদমপুর বাজার পর্যন্ত মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও জি. আর. ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক অলক কুমার, জানে আলম দিপু, সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনের যতো মধুর স্মৃতি গ্রুপের এডমিন জুবাইদ জাহিদ, এসএ জগৎ, সোহাগ হোসেন, তানভীর আহমেদ, হুমায়রা রহমান, আহমেদ শরীফ সহ অন্যান্যরা।
এ সময় এ অনলাইন গ্রুপটি ৩’শ মাস্ক বিতরণ করে। এ সময় জনসাধারণকে বারবার সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার জন্য অনুরোধ করা হয়।