সোনারগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৪জনকে কুপিয়ে জখম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া ও তার দুই ছেলে সহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গুরুত্বর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। ২০ জুন শনিবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সিএনজি স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানাগেছে, সরকারি একটি রাস্তা সংস্কার কাজে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ মোস্তফা বাহিনী সিরাজুল হক ভূঁইয়ার কাছে ৩লাখ টাকা চাঁদা দাবি করেছিল। তা না দেয়ার জের ধরেই তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে।

আহত সিরাজুল হক ভূঁইয়া জানান, দুধঘাটা গ্রামের সন্ত্রাসী মোস্তফা ও তার ছেলে রোমান ও তাজুলের ছেলে আবদুল্লাহ দুধঘাটা এলাকার সরকারী রাস্তা কাজে বাধা দেয় এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে ও তার ছেলে রোমান ও তাজুলের ছেলে আবদুল্লাহ সহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ধারালো চাপাতি দিয়ে সিরাজুল হক ভূঁইয়াকে এলোপাতারী মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
এ সময় আহত বাবাকে সুমন ভূঁইয়া, রাসেল ভূঁইয়া বাঁচাতে গেলে তাদেরকেও ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে।

অন্যদিকে সিরাজুল হক ভূঁইয়ার উপর হামলার ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে, এলাকাবাসী মিলে সন্ত্রাসী মোস্তফা বাহিনীকে ধাওয়া করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে সোনারগাঁও থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই পঙ্কজ কান্তিক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।