সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডেও পুরো এলাকাকে করোনাভাইরাসমুক্ত ও মানুষকে বাচাঁতে এর লক্ষ্যে সকল কার্যক্রম শুরু করেছেন এ ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু। একই সঙ্গে এ বিষয়ে তিনি ওয়ার্ডবাসীর সহযোগিতা ও করোনা রোগীদের সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।
২১ জুন রবিবার সকাল সাড়ে ৯টায় নাসিকের ১২নং ওয়ার্ডের বর্তমান ৩৫জন হোম আইসোলেশনে থাকা করোনা রোগীর বাড়ী বাড়ী গিয়ে মডেল গ্রুপের অর্থায়নে খাদ্য সামগ্রী ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন।
বিতরণে ছিলো- হরলিক্স, ডানো গুড়ো দুধ, গ্ল্যুকোজ, নিউট্রি, গ্রিন টি, চিনি, প্রাণ টোষ্ট ও এক প্যাকেট মাস্ক। সরদার পাড়া শহিদুল ইসলাম ও খানপুর হাসপাতাল রোডের ইঞ্জিনিয়ার হাফিজ পরিবারের কাছে খাদ্য সামগ্রী ও সার্জিক্যাল মাস্ক তুলে দেন কাউন্সিলর শওকত হাসেম শকু।
অপরদিকে দুপুর ২টায় ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সপ্তাহব্যাপী ৩৫০০ পরিবারের মধ্যে ১২পিছ ডিম ও এক প্যাকেট দুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। রবিবার মিশনপাড়া ও বাগে জান্নাত, সোমবার উত্তর চাষাড়া ও চাঁনমারী, মঙ্গলবার ইসদাইর ও জামতলা, বুধবার খানপুর ব্রাঞ্চ রোড পশ্চিম ও পূর্ব, বৃহস্পতিবার সরদারপাড়া ও বৌবাজার, শনিবার খানপুর মেইন রোড, রবিবার নিউ খানপুর ও সোমবার ডন চেম্বার এলাকায় দেয়া হবে।
এ সময় কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে সকলের মুক্ত থাকতে হবে। যারা পরীক্ষা মাধ্যমে করোনা পজেটিভ হচ্ছেন, তারা নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে অবস্থান করুণ। আমরা আপনার বাড়ীতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিবো। হোম আইসোলেশনের থাকা কোন রোগী বা তার পরিবারের সদস্যরা যেন কোন জিনিসের জন্য বাহিরে বের না হয়। আপনাদের সকল প্রয়োজনীয় জিনিস আমরা পৌছে দিবো। এই ওয়ার্ডকে করোনা মুক্ত রাখার জন্য সকল কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি।
তিনি আরো বলেন, সপ্তাহব্যাপী মডেল গ্রুপের অর্থায়নে ১২পিছ ডিম ও এক প্যাকেট দুধ প্রায় ৩৫০০ পরিবারের মধ্যে বিতরণ করা হবে। আজ রবিবার ৫০০ পরিবারের মধ্যে এই ডিম ও দুধ বিতরণ শুরু করা হলো। চলতি সপ্তাহ বাকি সব এলাকায় দেয়া হবে। করোনামুক্ত রাখার জন্য সকলের সহযোগিতা ও যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা নিজ দায়িত্বে হোম আইসোলেশনে থাকুন।