আড়াইহাজারে চেয়ারম্যান স্বপনের ভাই সন্ত্রাসী সাইদুল গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনাবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকার ত্রাস শীর্ষ সন্ত্রাসী সাইদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ জুন শনিবার দিবাগত গভীর রাতে কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ কায়কোবাদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসীর বাড়ী খালিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানায়, সাইদুল হলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের আপন খালাতো ভাই। সাইদুল ২০১৬ সালে কুমিল্লার হোমনা থানা এলাকায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধের বিষয়ে হোমনা থানায় দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

তার বিরুদ্ধে হোমনা থানায় ৩টি মামলা রয়েছে মামলা নং ৮(১২) ১৬, ৯(১২)১৬ এবং ১০(১২)১৬। ওই বন্দুকযুদ্ধে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের আপন চাচাতো ভাই ডালিম (৩০) পুলিশের গুলিতে নিহত হয়। সাইদুল খালিয়ারচর গ্রামের আনসার আলীর পুত্র।

আড়াইহাজার থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কুমিল্লার হোমনা থানার ২০১৬ সালের একটি মামলায় সাইদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর রবিবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।