সোনারগাঁয়ে ১৬তম লাশ দাফন করলো এমপি খোকার স্বেচ্ছাসেবক টিম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির লাশ দাফন করেছে এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম। শুরু থেকেই এই টিমের সদস্যরা সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত ও করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করে আসছেন। এই টিম এ পর্যন্ত ১৬টি লাশ দাফন করেছে।

উপজেলার সোনাখালী এলাকার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বশির আহমেদের লাশ দাফনে করেছে এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম। বশির আহমেদ সোনাখালী গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

জানাগেছে, বশির আহমেদ ২১ জুন রবিবার ভোরে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যাথা সহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য সেম্পল সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এখনও আসেনি।

স্বেচ্ছাসেবক টিমে রয়েছেন- টিম লিডার মোহাম্মদ সানাউল্লাহ বেপারী, সদস্য মোঃ ওমর ফারুক, মোঃ আলী আকবর, মোঃ আজিজুল ইসলাম, মোঃ পলাশ সিকদার, মোঃ ফয়সাল, মোঃ ফাহমিদ তুহিন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মহিবুল্লাহ, মোঃ রবিন মিয়া, মোঃ আবু সাঈদ ও মোঃগাজী মাইনুদ্দিন।