সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেকার নারী উন্নয়ন কার্যক্রম ‘বেনীকা’ সোনারগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন বুধবার বিকেলে পৌর ৯নং ওয়ার্ডের সাহাপুর এলাকায় এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে রুনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনীকা’র চেয়ারম্যান ফারহানা ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনীকা’র প্রেসিডেন্ট খাইরুল ইসলাম ও সোনারগাঁও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মোসাঃ জাহানারা আক্তার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফারহানা ইউসুফ বলেন, আমরা নারী উন্নয়নের জন্য আগে যেমন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি যা সামনেও করবো। ‘বেনীকা’ সোনারগাঁও শাখার উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমের হাত আরেকটু প্রসারিত করতে পেরেছি। তাই সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন- আলেয়া আক্তার, শেফালি আক্তার মেম্বার, সালমা মেম্বার, লিপি মেম্বার, নাসিমা আক্তার পলি, রুনা আক্তার, রোজিনা আক্তার, লিমা আক্তার, সাবেকুন নাহার, রুনু আক্তার, শামীমা আক্তার, তাসলিমা আক্তার, মাহমুদা আক্তার, আরিফা আক্তার, মুন্নি আক্তার ও রাশেদা আক্তার প্রমূখ।