সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নবাসীর সেবক হতে চাওয়ার ঘোষণা দিয়েও মহামারি করোনা পরিস্থিতিতে গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে নাই জুনায়েদ ভুঁইয়া প্রিন্স। তিনি ইউনিয়ন পরিষদের সামনের নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী। কিন্তু জনগণের মাঝে তার সে রকম ভুমিকা দেখা গেল না। তবে বর্তমান চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া রয়েছেন মানবিকতায়। তিনি গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন- হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সন্তান আওয়ামীলীগ নেতা মোঃ জুনায়েদ ভূঁইয়া প্রিন্স। আওয়ামী পরিবারের সন্তান। আগামী নির্বাচনকে সামনে রেখে তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন স্থানীয়রা। তিনিও সে রকম সাড়া দিয়েছিলেন। কিন্তু মহামারিতে তার ভুমিকায় মানুষ হতাশ হয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যিনি এমন কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে এসে দাঁড়ায়নি তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে কতটুকু মানুষের জন্য সেবা করবেন সেটা প্রশ্নবিদ্ধ।
ইউনিয়নবাসী জানিয়েছেন- করোনা পরিস্থিতির কদিন আগেও আলোচনায় এসেছিলেন প্রিন্স। কিন্তু যেখানে করোনা পরিস্থিতিতে জনগণের পাশে থাকার কথা সেখানে ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্স করোনায় গরীব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল না। অথচ দেশের এমন দুর্যোগের মুহূর্তে স্থানীয় এ আওয়ামীলীগ নেতার সরব উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন স্থানীয় জনগণ। তবে অনেকেই জানিয়েছেন ঈদ উল ফিতরে তিনি কিছু মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছিলেন। তবে একজন চেয়ারম্যান হওয়ার মত নেতার ভুমিকা আরো জোড়ালো হওয়া উচিত ছিল বলে মনে করছেন স্থানীয়রা।
হাইজাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়ার অবস্থান পরিষ্কার। করোনার শুরু থেকেই একাই এসব বিষয় দেখভাল করছেন তিনি। প্রতিদিন রাত কিংবা দিনে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এলাকায় কর্মহীনদের বাড়ি বাড়ি ছুঁটে চলেছেন তিনি। করোনা প্রতিরোধে তিনি মানুষকে সচেতন করে যাচ্ছেন এবং সরকারি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা ছাড়াও নিজ উদ্যোগে নিয়ে যাচ্ছেন ত্রাণ সহায়তা।
সরকারি ত্রাণ ছাড়াও ব্যক্তি উদ্যোগে চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া কয়েক হাজার কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন। পাশাপাশি সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণেও কাজ করেছেন তিনি।