কাউন্সিলর শকুর উদ্যোগে পুষ্টিকর খাদ্য বিতরণে ৭ দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নভেল করোনাভাইরাস চলাকালীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সপ্তাহ ব্যাপী কর্মসূচির শেষ দিনে শহরের ডনচেম্বার এলাকার প্রায় ৫’শ পরিবার প্রতি পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ ১২টি ডিম ও ১ লিটার মিল্ক ভিটা দুধ বিতরণ করেছেন কাউন্সিলর শওকত হাসেম শকু। শেষ দিনে মোট সাড়ে ৩ হাজার বেশি পরিবারের প্রতি এই ডিম ও দুধ দেয়া হয়।

২৭ জুন শনিবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে এগুলো বিতরণ করেন।

কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, বাংলাদেশ সহ বিশ্বের নভেল করোনা ভাইরাসের ভয়াবহ রূপ নিয়েছে। এ জন্য প্রতি নাগরিক মাস্ক পড়তেই হবে, সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আমাদের টিম কিউ আর ১২ (কুইক রেসপন্স ১২) আপনাদের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। নাসিকের ১২নং ওয়ার্ডকে করোনা মুক্ত করার লক্ষ্যে ৯ মার্চ থেকে জনসাধারণ ও অসহায় পরিবারদের মধ্যে স্বাস্থ্য-খাদ্য ও মাস্ক বিতরণ এখনো অব্যাহত রয়েছে। আগামীতেও যেন আপনাদের জন্য কিছু করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা সময়ে এই অসহায় পরিবারদের পাশে বিত্তবানদের পাশে দাড়ানো আহবান জানাচ্ছি।

তিনি জানান, এই ওয়ার্ডের ৩৬জন করোনা রোগী যারা হোম আইসোলেশনে আছে তাদের পরিবারের জন্য বিশেষ প্যাকেট ইতিমধ্যে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এর পাশাপাশি সাড়ে ৩ হাজার অসহায় পরিবারকে পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ ডিম ও মিল্ক ভিটা দুধ বিতরণ দেয়া হলো। অতিশ্রীঘ্রই কাউন্সিলর কার্যালয় সংলগ্ন খোলা মাঠে বাজার বসিয়ে বিনামূল্যে সবজি, চাল, ডাল বিতরণের কর্মসূচী নেয়া হয়েছে।

শকু আরো বলেন, মহান আল্লাহ যতদিন আপনাদের সেবা করার জন্য বেচেঁ রাখবে, ততদিন আপনাদের পাশে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তারা যেন বার বার আপনাদের পাশে থাকেন।