সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে মৃত লাশ দাফন করেছে এমপি লিয়াকত হোসেন খোকার সেচ্ছাসেবী টিম। করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত এ পর্যন্ত ১৮টি লাশ দাফন করেছে এমপি খোকার টিম।
২৮ জুন রবিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দহরপাড়া গ্রামের মোতালেব মিয়া করোনা পজিটিভ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত মোতালেব মিয়া মোগরাপাড়া ইউনিয়নের দহরপাড়া গ্রামের মৃত সরুজ মিয়ার ছেলে।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় উপজেলা প্রশাসনের নির্দেশে লাশ দাফন কাফনের পুরো কাজটি সম্পন্ন করেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার গঠিত লাশ দাফন কমিটির স্বেচ্ছাসেবীরা।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়ের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যান এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক টিমকে বিভিন্ন সরকারি দিকনির্দেশনা প্রদান করেন।
পুরো বিষয়টি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে মনিটরিং করেন এমপি লিয়াকত হোসেন খোকা। স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ এম্বুলেন্স থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের সরবরাহকৃত লাশ দাফন কাফন কাজের সরঞ্জাম দিয়ে নিজস্ব নিরাপত্তা বজায় রেখে লাশ জানাজার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে একজন মাওলানাকে দিয়ে স্থানীয় ঈদগাহে জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন নারায়নগন্জ জেলার সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সদস্য ফজলুল হক মাষ্টার, সেচ্ছাসেবী মোঃ নুর নবী জনি, কামরুজ্জামান রানা, মো. ইমরান হোসেন।
স্বেচ্ছাসেবক টিমের সানাউল্লাহ, মো. আলী আকবর, মোঃ ওমর ফারুক, মোঃ গোলজার হোসেন, মোঃ আবু কালাম, মোঃ মুহিবুল্লা মিয়া, মোঃ ফয়সাল হোসেন, গাজী মোঃ মাইনুদ্দিন, মোঃ ফাহমিদ তুহিন, মোঃ জানে আলম, মোঃ সুমন মীর, শেখ মোঃ রাকিব হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ পলাশ শিকদার, মোঃ নাজমুল হোসেন প্রধান, মোঃ নাদিম আহমেদ, মো সাকিব হাসান জয়, মোঃ হানিফ সরকার, মো রাব্বি মিয়া, মোঃ আলমগীর হোসাইন অপু, মোঃ রক্সি, মোঃ শাকিল মিয়া, মোঃ আবুবক্কর মিন্টু সহ দলের সদস্যরা।
সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দহরপাড়া এলাকার মোতালেব মিয়া শ্বাসকষ্ট,জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হয়ে রবিবার ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান।