সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কৃষি জমি রক্ষা ও করোনার সংক্রমন থেকে রক্ষা পেতে গরুর হাট না বসানোর জন্য মানববন্ধন করেছে বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকাবাসী। ৫ জুলাই রবিবার দুপুরে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল মারুফ, সমাজ সেবক নেছার আহাম্মদ, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা তাহেরুল ইসলামের কণ্যা সাবিনা ইয়াসমিন, ইমাম হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ মোজাম্মেল হক, মোঃ জুয়েল, ডেইজি আক্তার, কামাল হোসেন, মোঃ সলিমুল্লাহ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ফাহিম, মাহমুদা বেগম ও ঝুমা বেগম সহ এলাকার সর্বস্তরের ব্যাক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, যেকোন মূল্যে উত্তর লক্ষণখোলার নিরাপদ জায়গায় গরুর হাট বসতে দেয়া যাবেনা। এই স্থানে গরুর হাট বসানো হলে এলাকাবাসী যে কোন মুহুর্তে করোনায় গণআক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নিজেদের জীবন রক্ষার স্বার্থে আমাদেরকে গরুর হাট ঠেকাতে হবে।