সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরের উত্তর কলাবাগে নজিরবিহীন বাবরী মসজিদ কমিটির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে দেশের কোন মসজিদ কমিটি গঠনের ক্ষেত্রে ভোটাভোটির নজির দেখা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, দেশে যুগ যুগ ধরে মহল্লার মুরুব্বি, নামাজি, পরহেজগার ও জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে গঠন হয়ে আসছে মসজিদ কমিটিগুলো। তবে, এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর কলাবাগ এলাকার বাবরী (টিনের) জামে মসজিদ কমিটি গঠনের ক্ষেত্রে।
কমিটি গঠনে এখানে নেয়া হয়েছে ভোটের আশ্রয়। এমনকি নিরপেক্ষ রক্ষার্তে মোতায়েন ছিল থানা পুলিশ।
১০ জুলাই শুক্রবার ১০জুলাই সকাল ৮টা থেকে পুলিশ প্রহারায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর ১১টা পর্যন্ত। কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেয় দুজন প্রার্থী।
তবে নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্ধিতায় নজরুল ইসলাম সভাপতি হন এবং তার উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদে দুইজন নির্বাচনী লড়াইয়ে আব্দুস সালাম ৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্ধি ৩ ভোটের ব্যবধানে ৫২ ভোট পেয়ে পরাজিত হন মো: উজ্জ্বল। বাবরী মসজিদ ও পঞ্চায়েত কমিটির নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে ১০৯টি যেখানে তিনটি বাদ পড়েছে।