সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়নের নেতাকর্মী মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে শোডাউন করে যোগদান করেছেন হাইজাদী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুনায়েদ ভূঁইয়া প্রিন্স।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১১ জুলাই শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটরিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
উপজেলা আওয়ামীলগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সাবেক চেয়ারম্যান শাহজালাল মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, মেয়র সুন্দর আলী, হালিম সিকদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লাক মিয়া, সাহিদা মোশারফ, আমানউল্যাহ আমান, অদুদ মাহমুদ, সাইফুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম ভূইয়া, নাজিমউদ্দিন মোল্লা, আবু তালেব মোল্লা, আরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইকবাল রহমান রিপন, উপজেলা যুবলীগে সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বল, ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল প্রমূখ।
এমপি নজরুল ইসলাম বাবু বলেন, সবুজ বেষ্টনী গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশ্যে ফলজ, বনজ, ওষুধি গাছ সহ অন্তত তিনটি করে গাছ রোপনের প্রতি আহবান জানিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে ফলজ গাছ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী সফল ও সার্থক করতে দলের প্রতিটি কর্মী অঙ্গীকারবদ্ধ। শস্যশ্যামলা সোনার বাংলা বিনির্মাণে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট রয়েছে।
পরে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের পক্ষে ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী আড়াইহাজারের কৃতি সন্তান এসএম রুহুল আমিন শরিফকে সংবর্ধনা দেওয়া হয়।