সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশনের কাউন্সিলর আফজাল হোসেন ভিন্ন পন্থায় মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওর্য়াড কাউন্সিলর আফজাল হোসেন ব্যক্তিগত তহবিল হতে ৫ হাজার মাস্ক ও প্রায় ২৫০টি খাদ্যসামগ্রীরর প্যাকেট ২৫টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের হাতে তুলে দেন।
১২ জুলাই রবিবার রাতে তার একাধিক টিমের মাধ্যমে নির্বাচনী ওয়ার্ড ছাড়াও বিভিন্ন এলাকার ২৫টি মসজিদে এগুলো বিতরণ করেন। করোনা ভাইরাস রোধে আতংক না সচেতনতাই যথেষ্ট। নামাজের ওয়াক্তে মুসল্লীদের এ বিষয়ে বলার জন্য মসজিদের ইমামদের প্রতি আহবান রাখেন আফজাল হোসেন।
কদম রসুল দরগা মসজিদ, ইসলামবাগ জামে মসজিদ, রওশনবাগ জামে মসজিদ, পূর্ব নোয়াদ্দা, জামে মসজিদ, বড় নোয়াদ্দা জামে মসজিদ, নবীগঞ্জ বাগ এ জান্নাত মসজিদ, হাসেম মুন্সি জামে মসজিদ, ৩নং ডক ইয়ার্ড জামে মসজিদ, উত্তর নোয়াদ্দা জামে মসজিদ, কাইতাখালী বড় জামে মসজিদ, কাইতাখালী ছোট জামে মসজিদ, কাইতাখালী কবরস্থান মসজিদ, চান্দ বক্স জামে মসজিদ, টি হোসেন মসজিদ, গনি বেপারী জামে মসজিদ, উত্তরপাড়া জামে মসজিদ, দেউলী জামে মসজিদ, চৌড়াপাড়া জামে মসজিদ, বক্তারকান্দি বাইতুর নূর জামে মসজিদ, আমিরাবাদ জামে মসজিদ, সরকার পাড়া জামে মসজিদ, জালাাল সরদার জামে মসজিদ, নূরে জান্নাত জামে মসজিদে কাউন্সিলরের পক্ষে তার সচিব আনোয়ার হোসেন, মোঃ ফারিন মিয়া সহ একাধিক টিম বৃষ্টির মধ্যেও উপহার সামগ্রী পৌছে দেন।