কাউন্সিলর খোরশেদ কি পালাইছো: শামীম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ক্রিকেট কোচ শাওনের পাশে দাঁড়িয়েছে স্পিকআউট ও টিম খোরশেদের সহযোগী সামাজিক সংগঠন টাইম টু গিভ। শাওনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করেছে সংগঠনগুলো।

১৫ জুলাই বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই আর্থিক সহায়তা শাওনের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দীন ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক এআইজি মালিক খসরু। সভাপতিত্বে ছিলেন স্পিকআউটের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর সিনিয়র সাংবাদিক সুপন রায়।

ওই সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর হোসেন মোল্লা।

পাশাপাশি টিম খোরশেদ ও টাইম টু গিভের সদস্যরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন টিম খোরশেদের টিম লিডার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সদস্য আরাফাত রহমান।

অনুষ্ঠানে কাউন্সিলর খোরশেদ উপস্থিত থাকলেও তিনি পেছন সারির চেয়ারে চুপসে বসে ছিলেন। বিষয়টি কর্তৃপক্ষের একজন প্রধান অতিথি এমপি একেএম শামীম ওসমানের দৃষ্টি আকর্ষণ করলে ওই সময় এমপি শামীম ওসমান বলেন, কাউন্সিলর খোরশেদ কি আমাকে দেখে পালাইছো? আমার সঙ্গে ছবি তুললে কি তোমার ছবি হবে নাকি?

এমপি শামীম ওসমান এ কথা বললে অতিথির চেয়ারে এসে বসেন কাউন্সিলর খোরশেদ। বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর খোরশেদ বলেন, এখন দলমত জাতি ধর্ম সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করতে চাই। আমরা দলমত জাতি ধর্ম নির্বিশেষে কাজ করছি। আমাদের যার যার দল মত ধর্ম বর্ণ জাতি থাকতে পারে। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা সবাই এক। আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে যার যার দল মত আদর্শ নিয়ে কাজ করবো।

অনুষ্ঠানের মাঝে কাউন্সিলর খোরশেদ করোনা মহামারিতে লাশ দাফন ও সৎকারের বিষয়টি ডুকুমেন্টারির মাধ্যমে তুলে ধরা হয়। এর আগে ক্যান্সারে আক্রান্ত শাওনকে নিয়েও স্পিকআউটের ডুকুমেন্টারি দেখানো হয়। অনুষ্ঠান শেষে শাওনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।