সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মুজিববর্ষের আহ্বান ‘লাগাই গাছ বাড়াই বন’ এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় সোনারগাঁও উপজেলার পুকুরপাড় ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনের সামনে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচি পালন করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন, উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ,সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রশিদ মোল্লাসহ সোনারগাঁও উপজেলার বিভিন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিন করে।