সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অবস্থিত রহিম গ্রুপের (রহিম স্টিল মিলস) প্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুণর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এসএম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আমানুল্লাহ আমান, সহ-সভাপতি আনোয়ার খান, কারখানার শ্রমিক জাহাঙ্গীর সরদার, কামাল হোসেন ও মোস্তফা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গত ফেব্রুয়ারি মাসে রহিম গ্রুপের শ্রমিকদের অর্জিত ছুটির টাকা মালিক কর্তৃপক্ষ অবৈধভাবে কেটে নিলে শ্রমিকরা এর প্রতিবাদ জানালে মালিক প্রতিবাদকারী ১৩জন শ্রমিকের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেয় এবং ১৬ জনকে বেআইনিভাবে ছাঁটাই করে। শ্রমিকরা জামিন নিয়ে মালিক কর্তৃপক্ষের সাথে তাদের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা নিয়ে কথা বললে কর্তৃপক্ষ তাদের সংকট সমাধান করা হবে বলে সময় ক্ষেপন করে। কিন্তু ৫ মাস হয়ে গেলেও মালিক এখনও শ্রমিকদের সংকট সমাধান করেনি। কলকারখানা অধিদপ্তরে লিখিত অভিযোগ দেয়া হলেও এখনও তারা সংকট নিরসনে এগিয়ে আসেনি। চাকরি হারিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়ে করোনাকালে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি করেন।