সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসন। তারই লক্ষ্যে ৬ আগস্ট বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা, সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বারদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ আবদুর রউফ, সনমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, মোগড়াপারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিম শিকদার শিপলু সহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার সিদ্বান্ত গৃহীত হয়।