সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের একটি এলিট শ্রেণির ক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য সজল কুমার রায়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজমুল আলম সজল।
আদালত সূত্রে জানাগেছে, ৬আগস্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘ক’ অঞ্চল আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন কাউন্সিলর নাজমুল আলম সজল।
মামলায় নাজমুল আলম সজল উল্ল্যেখ করেন, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার স্বর্ণ কমল রায়ের ছেলে বিবাদী সজল কুমার রায়ের সঙ্গে নাজমুল আলম সজলের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কে বিবাদীর কাছ থেকে ১ কোটি টাকা পাওনা হয় নাজমুল আলম সজল। সেই টাকা পরিশোধে গত ১৪ জুন সজল রায় একটি চেক প্রদান করেন। চেকটি ১৫ জুন প্রত্যাখ্যাত হয়।
পরবর্তীতে গত ২৫ জুন বিবাদীকে ৩০ দিনের সময় দিয়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। যা বিবাদী ফেরত পাঠান। বিবাদী সজল রায় তার হিসাবে টাকা না থাকা সত্ত্বেও ১ কোটি টাকার চেক প্রদান করেন। যা এনআই এ্যাক্টে ১৩৮ ধারায় অপরাধ।
মামলায় বাদী সহ আরও দুইজনকে স্বাক্ষী দেখানো হয়েছে। বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহাবুব নূর রশীদ।