সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
রায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এদেশে না হলে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম না। আমরা কেউ স্বাধীন ভাবে কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করায় আমি আজ এমপি হওয়ার সুযোগ পেয়েছি, আপনাদের সামনে দাড়িয়ে উন্নয়নের কথা বলতে পারছি। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্বকে অস্বীকার করে তারা বাংলাদেশী লোক হতে পারেনা, তারা রাজাকার, জামায়েত-শিবির ও পাকিস্তানের পক্ষের লোক। স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোসররা এখনও এদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার, বৈদ্যেরবাজার প্রাথমিক বিদ্যালয়, হারিয়া, খংসারদী, উলুকান্দীসহ ১০টি স্পটে ২০ আগস্ট বৃহস্পতিবার দিনভর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসব স্পটের অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা। ওই সময় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৈদ্যোরবাজার ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, সোনারগাঁ পৌর জাতীয় পার্টির আহবায়ক এমএ জামান, বৈদ্যেরবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মাহাবুব হোসেন সরকার, জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন, মোক্তার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান কামাল, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাবেদ রায়হান জয়, আনিছুর রহমান বাবু।
অনুষ্ঠানে বৈদ্যেরবাজার ইউপির সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল বাছেদ মেম্বারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির নেতা গরীবে নেওয়াজ, মল্লিক মঞ্জুর হোসেন হিরু, খবির আহম্মেদ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কাউসার আহমেদ, ইউপি সদস্য মোহাম্মদ আলী মেম্বার, আনোয়ারা মেম্বার, জাতীয় পার্টির নেতা ফজলুল হক মাষ্টার, করোনা যোদ্ধা সানাউল্লাহ বেপারী প্রমূখ।