সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এসে মাস্ক ব্যবহার না করায় দুটি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১২জনকে জরিমানা করেছেন। ১২জনের কাছ থেকে ১৪’শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
২৫ আগস্ট মঙ্গলবার সকাল ও দুপুরে সাধারণ মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষার যৌথ পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে ১১’শ ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে ৩জনকে ৩’শ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় পুলিশ লাইন এ কর্মরত এসআই মো. কেরামত আলী ও তার সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।