সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
এবার পরিচ্ছন্নতায় নেমেছে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা। এদিন তোলারাম কলেজে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বুধবার সকালে কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিযাদের সঞ্চালনায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজের ভাইস প্রিন্সিপাল শাহ মো: আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ মদক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল হুদা, বাংলা বভাগীয় প্রধান সাহেরা বেগম, সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক মজিবুর রহমান, কলেজ শিক্ষার্থী পিয়াস, ফাহিম, সভ্য, তোফা, রবিন, প্রিন্স, কণা, স্বর্ণালী, নাবিলাসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দরা।
সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনের পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বেলা রানী সিংহ বলেন, নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জার কিছু নেই। তোমরা কলেজ ক্যাম্পাসের পাশাপাশি নিজের পোষাক নিজেরাই ধুয়ে ফেলবে। বেশির ভাগ সময় তোমাদের মা তোমাদের রেখে যাওয়া ময়লা জামা-কাপড় অথবা তাদের ব্যক্তিগত জিনিসপত্র পরিষ্কার করেন। আজ থেকে তোমরা নিজেদের জামা-কাপড় নিজেরাই পরিষ্কার করার চেষ্টা করবে। এতে করে তোমাদের মায়ের কাজের বোঝা হালকা হবে।
ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ বলেন, নারায়ণগঞ্জে সকল ভাল কাজ সরকারি তোলারাম কলেজ থেকেই শুরু হয়। সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্র-ছাত্রী সংসদ প্রতি সপ্তাহে একদিন করে কলেজ ক্যাম্পাস পরিষ্কার রাখতে কাজ করবে।