সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের বরাদ্ধ সরকারী জমিতে মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সাদিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মুক্তিযোদ্ধারা উল্লেখ করেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে সাদিপুর ইউনিয়নের ৪২জন মুক্তিযোদ্ধারা সরকারের কাছ থেকে ৪৩ শতাংশ জমি দলিলমুলে প্রাপ্ত হয়ে টিনের ঘর নির্মাণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
১২ সেপ্টেম্বর শনিবার বেহাকৈল এলাকার মৃত সোহবানের ছেলে জাকির হোসেন ওই জমিতে ঘর নির্মাণ করে দখল নেয়ার চেষ্টা করছেন। মুক্তিযোদ্ধারা বাধা দিলে তাদের লাঞ্চিত করে দখলদাররা।
এ ঘটনায় সাদিপুরের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ওবায়দুল হক নামের এক মুক্তিযোদ্ধা সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।