সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নাশকতার দুই মামলায় আগাম জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তার পক্ষে আইনি লড়াইয়ে জামিন করান তার আপন বড় ভাই ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তাকে সহায়তা করেন ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার।
জানাগেছে, গত ৪ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি বিস্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের ১৮নং বেঞ্চে বন্দর ও ফতুল্লা থানার দুই মামলায় মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আগাম জামিন প্রদান করেছেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছিলেন।
জামিন পরবর্তী প্রতিক্রিয়ায় কাউন্সিলর খোরশেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর অশেষ রহমতে বছর ব্যাপী হয়রানির আপাতত সমাপ্তি ঘটলো। আশা করি সকল মামলায় জামিন থাকায় পরিবার ও ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো।