সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ভারতের সাবেক মূখ্যমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জ্যোতি বসুর বাড়ীর সীমানা প্রাচীর, মেইন গেইট ও রাস্তা উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হােসেন।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার এ সময়ে তিনি জ্যোতি বসুর বাড়ীর সম্মুখ এ কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ করেন।
আনোয়ার হােসেন বলেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জম্ম গ্রহণ করেছিলেন কলকাতার হ্যারিসন রোডের বাগিতে। তার বাবা ডা. নিশিকান্ত বসুর জন্ম নারায়ণগঞ্জ জেলার সােনারগাঁ থানার বারদীতে। উপমহাদেশের কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম পুরােধা ও বামপন্থী রাজনীতির প্রবাদ পুরুষ খ্যাত জ্যোতি বসুর ছােটবেলার অনেকটা সময়ই কেটেছে বারদীর পৈত্রিক বাড়িতে। ২০১০ সালের ৬ জানুয়ারি জ্যোতি বসু মারা যান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে জ্যোতি বসুর স্মৃতিবিজড়িত বাড়িটি সংস্কৃতি মন্ত্রণালয়ের পুরাকীর্তি বিভাগের তত্ত্বাবধানে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। দুই একর ৪০ শতাংশ জমি নিয়ে বাড়িটি সংস্কার করে এখানে একটি সমৃদ্ধ সাধারণ পাঠাগার , জ্যোতি বসুর ব্যবহতি সামগ্রী দিয়ে একটি জাদুঘরসহ দর্শনীয় একটি কমপ্লেক্স তৈরি করে জ্যোতি বসুর স্মৃতি চির জাগরূক রাখার পরিকল্পনা নেয়া হয়। আজ নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জ্যোতি বসুর বাড়ীর সীমানা প্রাচীর , মেইন গেইট ও রাস্তা উদ্বোধন করা হলাে।