সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাসের মহামারিতে ওসমান পরিবার নারায়ণগঞ্জবাসীর পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়েছে তা কল্পনীয় বলে দোয়ার পূর্বে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন এমনটা দাবি করেন।
১৯ সেপ্টেম্বর শনিবার ২৪ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় ২৫টি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়।
এছাড়া বন্দরের নবীগঞ্জ ইসলামীয়া আলীম মাদ্রাসার হাফেজিয়াখানা ২টি কোরআন খতম শেষে মাগরিব নামাজের পূর্বে দোয়া অনুষ্ঠান হয়। কাউন্সিলর আফজাল হোসেনের উদ্যেগে এ দোয়া অনুষ্ঠান হয় এবং চলমান থাকবে বলে তিনি জানান।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদিকুর রহমান। হাফেজ মোস্তাফিজুর রহমান, হাফেজ মোঃ রেদওয়ান মিলাদ ও মাহফিল করেন।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ও এমপি শামীম ওসমানেরর সহধর্মনী সালমা ওসমান লিপি ও নাতি অসুস্থ।
কাউন্সিলর আফজাল হোসেন বলেন, জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা পারভীন ওসমান, তিনি ছাড়াও তার দুই কন্যা আফরীন ওসমান, আইরীন ওসমান সহ জামাতা ইফতেখায়রুল ইসলাম, বদরুদ্দোহা ও তাদের সন্তানদ্বয়ও অসুস্থ। আল্লাহ তাহালা তাদের সুস্থ করে জনগনের সেবা করার দ্রুত যেন ব্যবস্থা করে দেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাঁরা নিজ বাসায় চিকিৎসাসেবা নিচ্ছেন। তার পরিবারের দ্রুত সুস্থ্যতা কামনায় একমাত্র সন্তান আজমেরী ওসমান সকলের কাছে দোয়া কামনা করেছেন। আমি প্রয়াত সাংসদ নাসিম ওসমান ভাইয়ের একজন ভালবাসার কর্মী হিসেবে আপনাদের কাছে দোয়া কামনা করছি।
তিনি আরো বলেন, সম্প্রতি করোনাকালে এই মহিয়সী নারী নেত্রী সামাজিক কর্মকান্ডে একাকার হয়ে কাজ করেছেন। ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে নিয়েছেন নানামুখী উদ্যোগ। করোনা সংকট প্রতিরোধে শুরু থেকে লকডাউনে কর্মহীণ হয়ে পড়া অসহায়দের ঘরে ঘরে পৌছে দিয়েছেন খাদ্যসামগ্রী। নগদ অর্থ সহায়তা, ঈদ সামগ্রী সহ পৌছে দিয়েছেন চিকিৎসাসেবীদের নানা সহযোগীতা। এখন তারা অসুস্থ থাকলে সাধারন লোকের কি হবে। এ সময় উপস্থিত ছিলেন- আইয়ুব আলী, আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, সোহেল, সচিব আনোয়ার হোসেন, আলী আহম্মেদ ও বাবু প্রমূখ।