সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে ২০০০ এসএসসি বনাম ২০০২ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর রবিবার সকালে মেঘনা শিল্পাঞ্চল স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ক্রিকেট খেলায় ২০০২ ব্যাচ ৮উইকেটে ২০০০ এসএসসি ব্যাচকে পরাজিত করে। প্রীতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ২০০২ ব্যাচের খেলোয়ার আবু সাঈদ।
খেলায় নির্ধারিত ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নামেন ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা। তারা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রানে তুলেন। দলের সর্বোচ্চ ৩৫ রান করেন সাদেক। সর্বোচ্চ ৩ উইকেট পান ২০০২ ব্যাচের আলী হাসান। ২০০০ দেয়া ১৫৭ রানের ইনিংস তাড়া করতে নেমে ২০০২ ব্যাচ ১৪ ওভারে ২ উইকেটে ১৫৯ রান তুলে খেলায় সহজেই জয় লাভ করেন। ২০০২ ব্যাচের সর্বোচ্চ ১০৩ রান করেন আবু সাঈদ।
খেলা শেষে প্রীতি ম্যাচের বিজয়ীদের মধ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে পুরস্কার তুলে দেন মাসুম বিল্লাল।