সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে হয়েছে।
৬ অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নষ্ট ডিম খাদ্যপণ্যের সঙ্গে মিশ্রণ, নষ্ট শিরা ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার গ্রীণ রোডে রুমা ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে ১ লাখ টাকা এবং অপরিস্কার অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের অপরাধে বনফুল অ্যান্ড কোংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, রুমা ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৩ ধারা ও ৫১ ধারা মোতাবেক ১ লাখ টাকা এবং বনফুল অ্যান্ড কোংকে ৪৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানের সহায়তায় ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাজার কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা।