সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, অনুমোদনহীন যৌন উদ্দীপক বিক্রির অপরাধে হাফি ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা।
৭ অক্টোবর বুধবার সোনারগাঁ উদ্ববগঞ্জ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন র্যাব-১১এর নারায়ণগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
মো. সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোনারগাঁ উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল, অনুমোদনহীন যৌন উদ্দীপক ঔষধ বিক্রির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী হাফি ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।