সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের লক্ষে কর্মীসভা করেছেন বিএনপির আইনজীবীরা। সভায় সকল আইনজীবীরা দাবি তুলেন- একটি উৎসবমুখোর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হোক।
তবে এক্ষেত্রে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন বেশির ভাগ আইনজীবী। আবার কেউ কেউ বলেছেন শীর্ষ ৫টি পদেও নির্বাচন করে নেতৃত্ব সৃষ্টি করা হোক। পরবর্তীতে সভায় শীর্ষ নেতারাও সকলের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনের মাধ্যমেই ফোরামের কমিটি গঠিত হবে বলে সিদ্ধান্ত দেন।
১২অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়া সংলগ্ন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরের চেম্বারে কয়েক’শ আইনজীবীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনের দাবিতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে ওই সভাটি অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সভায় আরও উপস্থিত ছিলেন- সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাতেন, অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, অ্যাডভোকেট গোলজার হোসেন, অ্যাডভোকেট আব্দুর গাফফার, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট হেলাল উদ্দীন সরকার, অ্যাডভোকেট মাহামুদুল হক আলমগীর, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, অ্যাডভোকেট সামসুল আরেফিন টুটুল, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট ইফতেখার কায়েস চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, অ্যাডভোকেট আনিসুর রহমান লিংকন, অ্যাডভোকেট আল আমিন সাউদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম সহ অন্যান্য আইনজীবীগণ।